জনবল নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অস্থায়ীভাবে রাজস্ব খাতের ২৮টি পদে চার হাজার ৩২ জনকে নিয়োগ দেবে অধিদফতর।
বৃহস্পতিবার মাউশি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রার্থীদের পদভেদে ১১২ ও ৫৬ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে অনলাইনে।
পদ ও পদসংখ্যা
প্রদর্শক (পদার্থ)-১০৯
প্রদর্শক (রসায়ন)-১২০
প্রদর্শক (জীববিজ্ঞান)-৩১
প্রদর্শক (প্রাণিবিদ্যা)-১০৯
প্রদর্শক (উদ্ভিদবিদ্যা)-৯৬
প্রদর্শক (ভূগোল)-১৩
প্রদর্শক (মৃত্তিকা বিজ্ঞান)-৫
প্রদর্শক (গণিত)-২২
প্রদর্শক (গার্হস্থ্য)-৮
প্রদর্শক (কৃষি)-১
গবেষণা সহকারী (কলেজ)-২১
সরকারি গ্রন্থাগারিক কাম ক্যাটালগার-৬৯
ল্যাবরেটরি সহকারী-৬
সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর-৫
সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর-৪
উচ্চমান সহকারী-৮৫
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-৫১৩
ক্যাশিয়ার/স্টোর কিপার-৩৪
হিসাব সহকারী-১০৬
ক্যাশিয়ার-৮৫
স্টোর কিপার-৫০
মেকানিক কাম ইলেক্ট্রিশিয়ান-৩৩
গাড়ী চালক-১১
বুক সর্টার-৪৬
অফিস সহায়ক-১৯৩২
নিরাপত্তা প্রহরী-২৫৫
মালি-১০০
পরিচ্ছন্নতাকর্মী-১৬৩
আবেদনের যোগ্যতা
আবেদনের জন্য পদভেদে যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা।
বয়স
যেসব প্রার্থীর বয়স ২৫ মার্চ পর্যন্ত ৩০ বছর এবং ১ নভেম্বর ২০২০ পর্যন্ত সর্বনিম্ন ১৮ তারা এসব পদে আবেদন করতে পারবেন।
মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত হতে পারবে। এই সুবিধা প্রতিবন্ধীরাও পাবেন।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা http://dshe.teletalk.com.bd ওয়েবসাইট কিংবা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট www.dshe.gov.bd থেকে আবেদন করতে পারবেন। আবেদন ১ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। আর অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে।